হুজুর আসসালামু আলাইকুম।হুজুর আমার ইদানিং এই প্রশ্নগুলো মনে আসছে।হুজুর খুব টেনশন হচ্ছে।আশাকরি উত্তর দিবেন।১/আমি জানি আল্লাহ সবকিছুর খালিক এবং মালিক।তো আমার মনে প্রশ্ন আসছে তবে কি আল্লাহ জগতের সব মন্দ কাজেরও খালিক এবং মালিক?যেমন কুফর, শিরক,সমস্ত রকমের কুফুরী, শিরকী কাজ এসব কিছুরও সৃষ্টিকর্তা আল্লাহ? এসব কিছুর মালিকও তিনি?এসব প্রশ্ন আমার মনে কিছুদিন যাবত আসছে।এ ব্যাপারে আমি কি বিশ্বাস করব নাকি চুপচাপ থাকব? আমার শুধু মনেহয় এগুলো না বিশ্বাস করলে ঈমান থাকবে না আবার মনে হয় এসব বিশ্বাস করলে শিরক হতে পারে। এক্ষেত্রে আমার করণীয় কি?২/এই ধরনের নানা রকম প্রশ্ন ইদানিং আমার মাথায় আসছে।এগুলো কি আমি জানার জন্য সবসময় আলেমদের প্রশ্ন করব নাকি প্রশ্ন করব না?কারন ইসলাম এ কোন কোন ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ করা হয়েছে।৩/উক্ত ধরনের প্রশ্ন আসলে আমি বলি এবং বিশ্বাস করি এভাবে যে “এসব ব্যাপারে আল্লাহ ও তার রাসূল যা বিশ্বাস করতে বলেছেন আমি তাই বিশ্বাস করলাম”।এতে কি আমার উক্ত বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদীসে যা আছে তার প্রতি বিশ্বাস করা হয়ে যাবে?হুজুর উত্তরটা ওয়েবসাইটে না দিয়ে ই-মেইলে দিয়েন।তানাহলে এসব প্রশ্ন দেখে অনেক পাঠকের মনেও ওসওয়াসা শুরু হতে পারে। عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
আসসালামুয়ালাইকুম।আমার আম্মু অনেক দিন ধরে অসুস্থ। মাঝে মাঝে খুব বেশী অসুস্থ হয়ে পড়েন। এবারো অনেকটা অসুস্থ হয়ে গেছেন। অন্য সব বার আম্মুর মনের জোর ছিল। কিন্তু এবার মন খারাপ করে থাকে সব সময়। হঠাৎ আজ ভোরে ৫:৩০ টায় আম্মুকে নিয়ে স্বপ্ন দেখি। স্বপ্ন টা এমন,,, রাতে আমি আর আমার স্বামী শুয়ে আছি। হঠাৎ দেখি আম্মু কার যেন লুঙ্গি জামার ওপরে গায়ে দিয়ে আমাদের পাশের রুমে খাবার টেবিলে বসল। এটা দেখে আমি তাড়াতাড়ি আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে বললো যে, আম্মু কে রেখে কিভাবে ঘুমাই। আম্মু তখন কান্না করছিল। এই স্বপ্নের ব্যাখ্যা কী? عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
আস্সালামু আলাইকুম,১. আমার অনেক দিনের আশা যদি আল্লাহতায়ালা আমাকে ইমাম মাহদী আঃ পর্যন্ত জীবন দান করেন তাহলে তার খাদেম/সৈনিক হব। ইমাম মাহদী আঃ যখন আত্মপ্রকাশ করবেন তখন তার বয়স কত হবে এবং কোথায় আত্মপ্রকাশ করবেন এবং কোন মাসে কত তারিখে জানিয়ে বাধিত করবেন ?২. ইমাম মাহদী আঃ যখন আসবেন, তখন কি তিনি সরাসরি যুবক হয়ে আসবেন ? নাকি আমাদের মত ভুমিষ্ট হয়ে আসবেন ? ৩. যদি ভুমিষ্ট হয়ে আসেন তাহলে তাকে ছোটকাল থেকে চেনার কোন উপায় আছে কি ? عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
হুজুর আমার এক বন্ধুর একটি সমস্যা আছে।তা হল সে শুনেছে ইসলামের কোন বিধান নিয়ে কিংবা আল্লাহ ও রাসূলকে নিয়ে হাসাহাসি করলে ঈমান চলে যায়।এ থেকে তার সমস্যা সৃষ্টি।তার মনে আল্লাহ ও রাসূল সম্পর্কে নানা ধরনের উপহাসমূলক চিন্তা ভাবনা আসে।এতে সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হেসে ফেলে।কিন্তু সে সেসব জিনিস বিশ্বাস করে না ও মুখেও স্বীকার করে না।এভাবে খারাপ চিন্তা আসার কারনে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে হাসলে কি ঈমান চলে যায়? عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
হুজুর আসসালামু আলাইকুম।হুজুর আমি ওসওয়াসা রোগে আক্রান্ত। আমার মনে এটা আসে যে আমি যদি মাথা সামনের দিকে হালকা ঝুকাই কিংবা সামনের দিকে নাড়াই তবে কোন নির্দিষ্ট ব্যক্তির নাম মনে আসত যে তাকে রুকু করছি।এরপরে আমি মাথা সবসময় সোজা রাখতে চাইতাম।কিন্তু পরে জানলাম এটা ওসওয়াসা।এরপর থেকে যখনই ঐ চিন্তা আসে আমি তাতে পাত্তা না দিয়ে সবসময়ই মাথা সামনের দিকে ঝুকাই এবং যেভাবে মনে চায় সেভাবেই ঝুকাই যাতে ওসওয়াসা চলে যায় কিন্তু এই নিয়তে নয় যে তাকে আমি রুকু করছি। সেই মাথা ঝুকানো অবস্থায় মনে এই ওসওয়াসা আসে যে আমি তাকে রুকু করছি কিন্তু এই ওসওয়াসা আমি পাত্তা দেই না।এভাবে কি কোন সমস্যা হবে? عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.