سؤال : ১)আমার এক আত্বীয় এ বছরেরগত জ্বিলহাজ্জ মাসের ১ম দিন রোজ শুক্রবার পানিতে ডুবে মারা যায়।তার মৃত্যু কি শহিদি মৃত্যু না ? তার কোন ঋন নেই কারো কাছে। আল্লাহ কি তার কবরের আজাব মাফ করে তাকে শাহাদার মর্যাদা দিবেন না?উল্লেখ্য উনি মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ ছিলেন। ২)একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।উক্ত ব্যাক্তি যিনি মারা গিয়েছেন তার মারা যাওয়ার কয়েকদিন পরে কয়েকজন স্বপ্ন দেখেছে যে সেই ব্যাক্তি স্বপ্নে এসে বলতেছে “আমার আম্মা আব্বা কে কাদতে না করবেন, আমি ভালো আছি” আমরা জানি ভালো স্বপ্ন আল্লাহ প্রদত্ত দেখানো হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.