سؤال : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ৷ মুহতারাম হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো একজন পুরুষ তার স্ত্রী থেকে কতদিন দূরে থাকতে পারবে? যেমন অনেকে বিদেশে বা কোন কাজের জন্য দেশের বাহিরে থাকেন ৷ বিস্তারিত জানতে চাই ৷

جواب :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী সর্বোচ্চ চার মাস পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকতে পারে। তবে স্ত্রী যদি সবর করতে পারে এবং কোন ফিতনার আশংকা না থাকে তাহলে এর চেয়ে বেশিও স্বামী স্ত্রীর অনুমতি সাপেক্ষে দূরে থাকতে পারে। আর স্ত্রী যুবতী হওয়ার দরুন যদি চার মাসও সবর করতে না পারে এবং ফিতনার আশংকা দেখা দেয় তবে এতটুকু সময়ও দূরে থাকা সমীচীন নয়।–রদ্দুল মুহতার ৩/২০৩; ফাতহুল কদীর ৩/৪৩৪

Loading