سؤال : আমার স্ত্রীকে অনেকবার বলেছি তুকে তালাক দিয়ে দিব!তুই ছলে যা আমার সংসার থেকে! কিংবা তুই তালাক প্রাপ্ত,সে কেত্রে তালাক হবে কিনা?? যদি হয়ে যায় এর ফায়সালা কি? আবার সংসার করতে চাইলে করনিয় কি?

جواب :


আমার স্ত্রীকে অনেকবার বলেছি তুকে তালাক দিয়ে দিব! তুই চলে যা আমার সংসার থেকে! কিংবা তুই তালাক প্রাপ্ত, সে খেত্রে তালাক হবে কিনা? যদি হয়ে যায় এর ফায়সালা কি? আবার সংসার করতে চাইলে করনীয় কি?
প্রিয় দ্বীনী ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। আপনার প্রশ্নটি অনেক আগেই উত্তর দেওয়া জরুরী ছিল।
এখন আপনার প্রশ্নের উত্তর দিতে নিম্নোক্ত বিষয়গুলো জানা প্রয়োজন-
১। আপনি স্ত্রীকে “তুই তালাক প্রাপ্ত” কতবার বলেছিলেন। কমপক্ষে তিনবার কি হবে?
২। “তুই চলে যা আমার সংসার থেকে” একথা কি তালাকের নিয়তে বলেছিলেন?
এগুলোর উত্তর লিখে পাঠালেই দ্রুত আপনার উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

Loading