سؤال : উত্তর :ওয়া আলাইকুমুস সালামআপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিম্নোক্ত বিষয় জানা প্রয়োজন।আপনাদের উভয়ের পারিবারিক স্ট্যাটাস বিস্তারিত জানাবেন। অর্থাৎ আপনাদের উভয় পরিবারের (অর্থাৎ আপনার পিতামাতার ও উক্ত ছেলের) অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পেশাগত অবস্থা, সন্মানগত অবস্থা ইত্যাদি। এগুলো জানার পরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।অর্থনৈতিক অবস্থা : আমার বাবার মফস্বলেে নিজস্ব বাড়ি আছে, পেশায় উনি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন, বর্তমানে অবসর প্রাপ্ত। মধ্যবিত্ত পরিবার। আর আমার হাসবেন্ড ঢাকার একটি কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ভাড়া বাসায় থাকা ছোটবেলা থেকেই, নিজস্ব বাসা নেই, গ্রামের বাড়িতে যা ছিল, নদীভাঙ্গনে কিছুই অবশিষ্ট নেই। ওর বেতনেই সংসারের সব খরচ মিটে যায় আলহামদুলিল্লাহ । সামাজিক ও সম্মানগত অবস্থা : আমাদের পরিবারের সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে উচ্চশিক্ষিত। আমার হাসবেন্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। আর পেশা সম্পর্কে পূর্বেই বলা হয়েছে।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.