سؤال : প্রশ্ন :১. আত্মহত্যাকারীর কাফন দাফন ও জানাযার হুকুম কী?প্রশ্ন : ২. কোন একলাকায় একটি কবরস্থান আছে। এলাকায় যারা কবরস্থানের জমি কেনার জন্য টাকা দিয়েছে তারাই ঐ কবরস্থানের সদস্য। তারা কবরস্থানটি কয়েকটি শর্তে ওয়কফ করেছে।ক. দাতা সদস্যদের ফ্যামিলির কেহ মারা গেলে ঐ কবরস্থানে দাফন হবে।খ. দাতা সদস্য না এমন কাউকে দাফন করা হবেনা তবে যদি মুসফির হয় বা এমন গরীব হয় যারা টাকা দিতে পারেনা এমন কেউ মারা গেলে কবরস্থান কমিটির বিবেচনা সাপেক্ষে দাফন হতে পারে।গ. অপমৃত্যু তথা গলায় রশি দিয়ে মারা গেলো বা বিষ খেয়ে আত্মহত্যা করলো সে যদি দাতা সদস্যদের ফ্যামিলিরও হয় তারপরও এমন কাউকে কবরস্থানে দাফন করা হবে না। মুফতি সাহেবের কাছে প্রশ্ন এমন শর্তে কবরস্থানে জমি ওয়াকফ করলে হবে কিনা?বিশেষ করে ২ এর খ। এমন শর্ত জায়েয আছে কি না? এবং এমন শর্ত করলে দাতা সদস্যদের কেউ আত্মহত্যা করে মারা গেলে তার পরিবার ঐ কবরস্থানে মৃত্য ব্যক্তি দাফন করার অধিকার আছে কি না?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.