سؤال : আসালামু আলাইকুম। আমার স্বামি প্রচুর রাগি। অল্পে সে রেগে যায়।সে একজন প্রবাসি। রাগের কারনে পান থেকে চুন ঘসলে রেগে গিয়ে সে বলে আমি তোমাকে নিয়ে খাবনা তোমাকে ছেড়ে দিলাম। কয়েকদিন আগে সে অল্পতেই রেগে গিয়ে আমাকে বলে ১ তালাক ২ তালাক ও ৩ তালাক। এখন আমার প্রশ্ন হলো আমাদের কি তালাক হয়ে গেছে। রাগ চলে যাওয়ার পর সে আমার সাথে ফোনে কথা বলতে চাচ্ছে। আমি কি তার সাথে কথা বলতে পারব।

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
প্রত্যেক বিবাহিত ও বিবাহিচ্ছুক নর-নারীর জন্য বিবাহ-তালাক সংক্রান্ত জরুরী মাসআলা মাসায়েল জানা অত্যন্ত জরুরী। এ ব্যাপারে অজ্ঞ থাকার কারণে অনেকক্ষেত্রে যেমনিভাবে দুনিয়ার জীবন দুর্বিষহ হয়ে উঠে তেমনিভাবে আখেরাতের কঠিন আযাবেরও কারণ হয়।
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার উপর তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে আপনি আপনার স্বামীর জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গিয়েছেন। শরয়ী হালালাহ ব্যতীত আপনাদের জন্য ঘর সংসার করা, দেখা সাক্ষাত ও অপ্রয়োজনীয় কথাবার্তা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। শরয়ী হালালার সূরত হল, স্ত্রীর ইদ্দত পার হবার পর অন্য কোন পুরুষ তাকে বিবাহ করবে। এরপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক (মেলামেশা) হওয়ার পর সে স্বেচ্ছায় স্ত্রীকে তালাক দিবে। অতঃপর স্ত্রীর ইদ্দত পার হবার পর প্রথম স্বামী চাইলে তার সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
উল্লেখ্য যে, তালাক রাগের মাথায়, হাঁসতে হাঁসতে, ঠাট্টা করত যেভাবেই দেওয়া হোক না কেন তা পতিত হয়। হাদীস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ
অর্থঃ তিনটি জিনিস এমন রয়েছে, গুরুত্ব সহকারে বললেও সংঘটিত হয় এবং ঠাট্টা করে বললেও সংঘটিত হয়। বিবাহ, তালাক ও (এক বা দুই তালাক দেওয়া স্ত্রীকে) ফিরিয়ে নেওয়া।-সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৯৬; সুনানে তিরমিজী, হাদীস নং ১১৮৪
সুত্রসমূহঃ সূরা বাকারাহ, আয়াত ২৩০; সহীহুল বুখারী, হাদীস নং ৫৭৯২; রদ্দুল মুহতার ৩/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭৩; মাজমূআতুল ফাতাওয়া ২/৬৮

Loading