سؤال : আসসালামু আলাইকুম, মুহতারাম ১। পেনশনের টাকা দিয়ে কি হজ হবে? ২। বাবার পেনশনের টাকা দিয়ে কি ব্যবসা করা যাবে? আমি যতদূর জানি পেনশনের টাকায় সুদ থাকে। দয়া করে একটু বিস্তারিত জানাবেন।

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
উত্তরঃ ১+২। পেনশনের টাকা যদি বৈধ চাকুরীর বিনিময়ে হয়ে থাকে তবে সেই টাকা দিয়ে হজ্জ, ব্যবসা এবং অন্যান্য সকল বৈধ কাজ করা যাবে। আর যদি পেনশনের টাকা অবৈধ চাকুরীর বিনিময়ে হয়ে থাকে (যেমন ব্যাংকে চাকুরী) তবে সেই টাকা দিয়ে হজ্জ, ব্যবসা এবং অন্য কোন কাজ করা জায়েয হবে না। বরং তা সম্পূর্ণ হারাম। উল্লেখ্য যে, সরকারী (বৈধ চাকরীর) পেনশনের টাকায় সুদ থাকে না।–জামে তিরমিযী, হাদীস নং ২১৩০; ফাতাওয়া তাতারখানিয়া ১৪/৪১২; আদ্দুররুল মুখতার ৯/৭৫; আল-মাবসুত লিসসারাখসী ৫/৩৩২

Loading