سؤال : আসসালামু আলাইকুম হযরত, মোবাইলে কোরআন শরীফ পড়তে কি অযু থাকা আবশ্যক?

جواب :

ওয়া আলাইকুমুস সালাম

কুরআনের আয়াত বা স্ক্রিন স্পর্শ না করে উযূ ছাড়াই তিলাওয়াত করা যাবে। কিন্তু স্ক্রিনে টাচ না করে মোবাইলে কুরআন পড়া মুশকিল। কেননা স্ক্রিনে কুরআন আনার জন্য বা পৃষ্ঠা সরানোর জন্য আঙ্গুলের দ্বারা স্ক্রোল করতেই হয়। যেহেতু স্ক্রিনে হাত দিতেই হয় তাই উযূ ব্যতীত মোবাইলে কুরআন পড়া জায়েয হবে না।-সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯; মুআত্তা মালেক, হাদীস নং ২৯৬; আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩২১৭; দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ১৪৮১১০

Loading