আসসালামু আলাইকুম ১।স্ত্রীকে অনেক বকা আর বুঝানোর পর যদি বলে “এইগুলোর পরিণতি তুমার সংসার দ্বিখন্ডিত হবে।তখন তুমি হ্যা কে না করতে পারবে না।খুব সাবধান এই বিষয়গুলো নিয়ে”। এইটা স্ত্রীকে সাবধান করার জন্য বলেছে।শর্ত যুক্ত তালাকের উদ্দেশ্য নয়।এটা বুঝাতে চেয়েছে হয়ত শেষ পরিণতি হিসেবে পরে গিয়ে সংসার নাও টিকতে পারে কিন্ত স্ত্রী যদ্দুর বুঝেছে শর্ত যুক্ত তালাকের উদ্দেশ্যে বলে নি ।সাবধান করেছে এখন আপাতত।একবার ও তালাকের কথা বা ছেড়ে দেওয়ার কথা বলে নি কারন স্বামীও চায় সংসার করতে । তাহলে এটা কি শর্ত যুক্ত তালাকের পর্যায়ে পরবে?২। ১নং কথাটা বলার পর আরো ১০ ১২ মিনিট কথা হওয়ার পর মেসেজে আর কি স্বামী যদি বলে “কোনদিন যদি আমার চোখে এমন কিছু পরে যা আমি আগে বারন করছিলাম তাহলে সেকেন্ড বার আর সুযোগ পাবে না।” এখানে তহ তালাক হয়ে যাবে বলে নি বা কোনায়া কোন শব্দ বলে নি যেটা দ্বারা শর্ত যুক্ত তালাকের পর্যায়ে পরবে।একবার ও তালাকের কথা বা ছেড়ে দেওয়ার কথা বলে নি কারন স্বামীও চায় সংসার করতে। ।তাহলে স্বামীর উক্ত কথা কি শর্ত যুক্ত তালাকের পর্যায়ে পরবে? স্ত্রীর মনে হচ্ছে স্বামী সাবধান করতেছে। عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
আসসালামু আলাইকুম।। নিচের কোনো কথার মাধ্যমে কি তালাক পতিত হবে? অনেক টেনশনে আছি১.একদিন আমার হাসবেন্ড এর সাথে মেসেজ এ কথা বলার সময় আমি কিছু প্রশ্ন করি।কিন্তু ও ওই দিনগুলিতে ডিপ্রেশন এ ছিলো। তখন ও বলে মানুষ কেমন দেখছো আমি কেমন টেনশনে আছি আমি জানি। তোমার যদি মনে হয় তোমার লাইফ বেশি নস্ট হইয়া যাইতাছে তুমি তোমার মতো থাকতে পারো।তখন আমি বলছি আমি তো তোমারে ছাইড়া যাওয়ার কথা বলি নাই ভাবিও নাই।আমি একবার ও বলছি? তখন ও বলে এটার সমাধান ওইটাই।পরে আমি বলছি আমি গেলেগা তুমি খুশি হইবা? বলছে না। তারপর আবার জিজ্ঞাসা করছি আমারে ছাড়তে চাও তুমি মন থেকে বলো। বলছে না।(এখানে ও আমি যদি চাই তাহলে ওরে ছেড়ে যাইতে পারি এই উদ্দেশ্য কথাগুলো বলেছিলো)২.আমি মাঝেমাঝে বলতাম তোমার বাবা মা বিয়ের আগে তো এই রকম কিছু বলে নাই।এখন কোথাও যাইতে দেয় না বাচ্চা নিতে দেয় না।আরো অনেককিছু বলতাম।তখন ও মজা কইরা বলতো তাইলে যাওগা।আবার ২/১ দিন মজা করে বলছে দেখো ভালো কেউরে খুঁজে পাও নাকি।তখন আমি বলতাম বিয়ের পরে এইকথা বলো নাকি।আমি খুঁজবো কেন তুমিই খুজো। এই কথাগুলো কোনোদিন তালাকের নিয়ত করে বলে নাই।।৩. আরেকদিক সকালে আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বলছে। তখন আমি রাগ কইরা ওরে মেসেজ দিয়া বলছি বাড়িতে থেকে তো এই এই কথা বলতাছে।আরো কিছু বইলা ওরে জিজ্ঞাসা করছি তুমি কি চাও। বলছে আমার কিছুই চাওয়ার নাই।পরে আমি প্রশ্ন করছি তাইলে আমারে ছাইড়া যাইতে বলো? তখন ও অভিমান কইরা বলছে যাও তোমার ইচ্ছা। পরে আবার জিজ্ঞাসা করছি আমার ইচ্ছা না তুমি বলো তুমি চাও আমি যাইগা।বলছে তোমার যেইটা ভালো লাগে ওইটাই করোওইদিন রাতেই আমার কথায় কস্ট পেয়ে ও বলে তুমি ছাইড়া দেও আমারে ভালো থাকবা। তোমার ফ্যামিলি ও এটাই চায়।আমি ইদানীং কেনায়া তালাক নিয়ে অনেক ওয়াসওসায় আছি।।তাই দয়া করে যদি বলতেন এইসব কথার মাধ্যমে কি কোনো সমস্যা হবে? عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমার স্ত্রীর বিভিন্ন সাংসারিক চাহিদার বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো কানের কাছে ঘেনর ঘেনর বিরক্ত লাগছিল। হঠাৎ মুখ থেকে বের হলো তুই বাড়িত যাবিগা (কারণ বাড়িতে থাকলে ঝগড়া হয় না এই উদ্দেশ্যেই বলা)।কথাটা বলার পর আমিই আশ্চর্য হয়েছি এটা কি বললাম,যেহেতু হঠাৎ মুখ থেকে বের হয়েছে তাই মনে কোনই নিয়ত ছিলনা এট আমার দিল বলে)। বলার পর ভয়ে ভয়ে সাথে সাথে আমি মোবাইলে সার্চ করলাম এই কথায় কোন সমস্যা হলো কিনা? দয়া করে উত্তর জানাবেন। জাজাকাল্লাহ। عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.