سؤال : আসসালামু আলাইকুম,হযরত আমার প্রশ্ন গুলো হলো;১:বিবাহ সহিহ পদ্ধতি কেমন হবে?কেমন হওয়া চাই?একটু হযরত খোলাসা করলে ভালো হতো?বিধান অনুযায়ী;২:কনে পক্ষ বরের বাড়িতে আসবে পদ্ধতি কেমন হবে?বেপর্দা ছয়লাভ এখন যেভাবে চলছে?মেয়ে তো সাজা অবস্থায় থাকে?কিভাবে কি করবে?৩:কনে পক্ষ বা বর পক্ষ উভয় খরচ বেপার কেমন হবে?খাওয়ানোর পদ্ধতি কিভাবে করবে?৪:বর্তমানে মোহরে ফাতেমী কত?৫:বর্তমানে গায়ের হলুদ এর নামে যা হয়?এটা কতটুকু জায়েজ?গান-বাজনা হলে এমন বিয়ের বিধান কি?অনেক নামাজ এর খেয়াল নাই?বর কনে পক্ষে পরিবার এই ভাবে বিয়ের উচিলায় কি নামাজ ইচ্ছে করে কাজা করা বা একবারে না পড়া?এতে বিয়ে কতটুকু কবুল হবে?উপরক্ত প্রশ্ন গুলোর উত্তর দিলে কৃতজ্ঞ হবো।জাযাকাল্লাহু খায়রন ফিদ দারাইন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.