سؤال : আসসালামু আলাইকুম। অনেক দিন আগে থেকেই আমি আপনার নিকট বিভিন্ন প্রশ্ন করে থাকি এবং উত্তরও পাই। আপনার কথা অনুযায়ী সুদী কারবারে না জড়াতে কোন ব্যাংকেই কারেন্ট একাউন্ট খুলতে পারলাম না। অনেক চেষ্টা করেছি, অনেক ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু পারিনি। যার জন্য গত 26/03/2018ইং তারিখ হইতে এখন পযন্ত আমার নিকট 58395 টাকা গচ্ছিত রয়েছে, আশা রাখছি একাউন্ট খুলেই রেখে দিব, এভাবে কি নিজের কাছে টাকা জমা রাখা যায়। উক্ত 58395 টাকা 1 বছর 3 মাস পূন হয়ে গেছে। প্রশ্ন: (1) উক্ত টাকার কত যাকাত হয়েছে এবং কবে দিতে হবে? প্রশ্ন: (2)আপনার মাদ্রাসায় কি উক্ত যাকাতের টাকা দেয়া যাবে? প্রশ্ন:(3)আমিতো অনেক চেষ্টা করেও একটি কারেন্ট একাউন্ট খুলতে পারিনি, আপনি কি আপনার স্থানে থেকে আমাকে 1টি কারেন্ট একাউন্ট খুলে দেয়ার ব্যবস্থা করে দিতে পারবেন, তাহলে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.