سؤال : আসসালামু আলাইকুম আমাদের বিয়ে ৩ বছর আগে হয়েছিল কোর্ট এ তা ও আমার ও আমার স্ত্রী এর বাবা মায়ের সম্মতির খেলাপ।আমরা স্ত্রী ও আমার বয়স তখন ২০-২১.কিন্তু আমাদের নিয়ে অনেক ঝামেলা হয়েছে দুই পরিবার এ, অবশেষে আমার পরিবার তাদের কাছে গিয়েছে একবার সময় চেয়ে এবং পরে সমন্ধ নিয়ে।কিন্তু তারা রাজি হয় নি।কিন্তু আমার স্ত্রী রাজি ছিল।আর এই ঝামেলার সময় তার বাবা তাকে প্রায় ই বলত সে আমার কাছে চলে আসতে চাইলে যেন চলে আসে।তারপর অই ঝামেলার মধ্যেই একদিন বাহির হয়ে গিয়ে আমরা কোর্ট মেরিজ করি।কিন্তু তখন ইসলাম ও হাদিস সম্পর্কে ধারনা কম ছিল।পরে বিয়ের ২ বছর পর জানতে পারলাম রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস।যেখানে আয়েশা (রাঃ) বলেছেন যে ওয়ালি মানে পিতা ছাড়া বিয়ে বাতিল।তোর তারপর থেকেই অনেক ভাবে অনেক বার চেষ্টা করেছি আমার স্ত্রীকে দিয়ে ও আমার বোনদের নিয়ে ও গিয়েছি।তারা যেন সব মেনে নেয় এবিং আমাদের বিবাহ পুনরায় সম্পন্ন করে দেয় তারা রাজি না।কারণ আমি ভালো কোন চাকরি বা ব্যবসা করি না।কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা ও সুযোগ এর অপেক্ষায় আছি যেন হালাল ভাবে, ভালো ইনকাম করতে পারি। তো এক্ষেত্রে আমি কি করতে পারি।আমাদের বিয়ে কি আদো পরিপূর্ণ বা শুদ্ধ হয়েছে?নাকি এখন ও যেনা ই করে যাচ্ছি?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.