سؤال : আমি মাছ ধরতে খুব পছন্দ করি। বাড়ি থেকে অনেক দূরে নদীতে মাছ ধরতে যাই। মাছ ধরার সময় আমি যোহর ও আসর নামাযের আযান শুনে সময়মতো ওখানেই একাকী নামায পড়ে নিই। তবে এক হাদীসে পড়লাম এক অন্ধ ব্যক্তিকে আযান শুনতে পাওয়ার জন্য মসজিদে আসতে বলা হয়েছে। আর সাহাবীরা বলছেন কী ওজরে আযান শুনতে পেয়েও একা নামায পড়া যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ভয় ও রোগ। এখন আমার প্রশ্ন হলো আমি আযান শুনতে পেয়ে একাকী নামায পড়ি এটা কি ঠিক হবে। মাইকে আযান দেওয়া হয় তাই অনেক দূর থেকে শোনা যায় আযান। আমি জানি না মসজিদটি কোথায় বা যদিও শুনি মসজিদটি কোথায় যদি সেটি অনেক দূরে হয় তাহলে আমার একাকী নামায পড়া যাবে কি? না মাছ ধরতে বিভিন্ন নদীতে গেলেও আমাকে জামাআতেই নামায পড়তে হবে? মাছ ধরতে যেয়ে একাকী নামায পড়লে হবে কি? জামাআত ছাড়ার কারণে আমার মাছ ধরতে যাওয়া বৈধ হবে কি? এটি আমার পেশা না এমনি মাসে একদিন নদীতে মাছ ধরতে যাই। তাহলে কি বৈধ হবে।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.