سؤال : ১৷ লন্ডনে আমার এক আত্মীয় আছেন। উনার হালাল Takeaway ব্যাবসা আছে। আর এখন work permit ভিসা দিতেছে লন্ডনে। এখন উনি উনার takeaway এর জন্য আমাকে নিতে চাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো আমি ওখানে গেলে উনার বাসায় থাকতে হবে। কিন্তু উনি বাসাটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছেন আর বাসা ভাড়া দিয়ে আয় ও করতেছেন। (আমি জানি না উনি এখনো ঋণ দিতেছেন কি না)। উনার বাসায় থাকা ও খাওয়া কি যাবে? আর এই বাসায় আমি নামাজ বা অন্যান্য ইবাদত করলে কি সহীহ হবে? (উনার ইনকাম হলো এই হালাল takeaway আর বাসা বাড়া বাবদ)২। যদি আমি work permit ভিসায় লন্ডনে যাই আর মেয়াদ শেষ হবার পর আমি ওখানে থেকে হালাল ভাবে উপার্জন করি তা কি হালাল হবে। (ভিসার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে)

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.