سؤال : আস্সালামু আলাইকুম, আমার ৬ বছরের মত ফরজ নামাজ কাজা রয়েছে। আমি এখন প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তি নামাজের পরে কাজা আদায় করি যা আগামী ৬ বছরে শেষ হবে। কিন্ত এক ভাই বললো যে, আপনি সুন্নত ও নফল নামাজ বেশী বেশী পড়েন। কাজার নিয়তে পইড়েন না, কারণ হাদিসে আছে ফরজের ঘাটতি হলে নফল দিয়ে পুড়া করা হবে। তাহলে এখন থেকে কি কাজার নিয়ত বাদ দিয়ে বেশী বেশী নফল পড়বো ? নাকি তার কথা ভূল ? দয়া করে জানালে খুব উপকৃত হবো ?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.