سؤال : আমার বাবা মা জীবিত আছেন  ।আমরা দুই ভাই  বাবা মায়ের খরচ বহন করি।আমরা দুই ভাই ।তিনি আমাদের  দুই  ভাইয়ের মাঝে ঢাকাতে একটা জমি দলিল করে দেন ।আমি ছোট ও আয় রোজগার না থাকায়  আমার বড় ভাই সেই জায়গাতে সবার অনুমতি ক্রমে সাত তলা ফাউন্ডেশন দিয়ে  দুই  তলা তৈরী করেছেন ।দলিল লিখার সময় বাবা মাকে  মৌখিক  ভাবে  এটা বলেছে যে , বিল্ডিং তৈরির পর ছোট  ভাইয়ের ফ্ল্যাট থেকে যে ভাড়া  আসবে ,  সেখান থেকে তার রিন পরিশোধ হবে ।রিন পরিশোধ হওয়ার আগ পর্যন্ত পুরা বিল্ডিং এর মালিক আমার বড় ভাই থাকবে। আমাকে থাকার  জন্য  শুধুমাত্র  একটা  ফ্ল্যাট  দেয়া  হবে  । তিনি এখন  দু’তলা  করার পর বলছেন আর করবে না । সে এই বিল্ডিং যে পরিমান  টাকা  খরচ করেছে  তার অর্ধেক রিন বাবত পরিশোধ  করতে হবে  ।আমারও  এখন একটা  ভালো  বেতনের  খেদমত  হয়েছে ।আমার  বড় ভাই  এখন  বলছে !#বিল্ডিং এর ভাড়া থেকে  রিন পরিশোধ  হবেনা । বেতনের টাকা দিয়ে  রিন পরিশোধ করতে হবে ।বিল্ডিং এ তিনি  যে পরিমান  টাকা খরচ করেছে , বেতনের টাকা দিয়ে  রিন পরিশোধ হওয়া পর্যন্ত যে ভাড়া আসবে এর পুরোটাই তার লাভের টাকা । এই পর্যন্ত  সে ওই পুরা বিল্ডিং এর মালিক থাকবে। আমাকে  থাকার  জন্য  একটা ফ্যাট দিবে শুধু । আমার  অংশে  যে ফ্ল্যাট গুলো আছে , এই ফ্ল্যাটের ভাড়া গুলো নাকি এখন  তিনি লাভ হিসেবে  নিবেন ।    #আমার_প্রশ্ন_দলিল  লিখে নেয়ার সময় বলেছিলেন  , আমার ফ্যাটের ভাড়ার থেকে রিন পরিশোধ করবেন । এখন তিনি সেটা বলেনি বলে অস্বীকার করেছেন। এটার মাসআলা কি ?   #আমার_প্রশ্ন_তিনি প্রতি মাসে আমার বেতনের থেকে রিন বাবত =20,000/- টাকা নিচ্ছেন ।আর আমার অংশের ফ্যাটের ভাড়ার  টাকা থেকে প্রতি মাসে =16,000/- টাকা করে লাভ নিচ্ছেন ।এটার মাসআলা কি ?  #আমার_প্রশ্ন এভাবে পুরা বিল্ডিং এর অর্ধেক রিন পরিশোধ হওয়ার পর আমি মালিকানা দাবি করতে পারবো।অথচ আমাদের বাবা এই জায়গাটা দুই  ভাইয়ের মাঝে সমান ভাবে বন্টন করেছেন ।এটার মাসআলা কি ?  ভাইয়ার  এই কথাগুলো এখন স্টেম্প করে সবার  থেকে দস্তখত করে নিয়েছেন ।    #আমার_প্রশ্ন যারা  এই স্টেম্পে দস্তখত  করেছেন তাদের  জন্য  শরিয়তের মাসআলা কি হবে ?     #আমার_প্রশ্ন  এখন  আমার  জন্য  কি করনিয় ? এভাবেই কি রিন পরিশোধ করবো নাকি ভাড়ার থেকেও  রিন পরিশোধ করা যাবে । যদি ভাড়ার থেকেও রিন পরিশোধ করা যায়, তাহলে ___?এবং তিনি  যে লাভ নিচ্ছেন এটা কি তার জন্য ঠিক আছে  ।আমাকে  সঠিক  ভাবে  মাসআলা দিবেন বলে  আশা করছি ।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.