سؤال : হুজুর সালাম নিবেন। লজ্জার কারণে নাম, ঠিকানা প্রকাশ করলাম না।হুজুর আমি একজন তাবলীগের সাথী। বর্তমানে আমির ও হই। বিভিন্ন সময় মসজিদে দ্বীনি কথা বলি। কিন্তু হুজুর আমি আগে এমন ছিলাম না। খুবই লজ্জার বিষয় যে, আমার জীবনের একটা বড় অংশ কেটেছে নেকেট ছবি দেখে। এই ব্যাপারে আমার মনে বেশ কিছু প্রশ্ন উদয় হয় তার উত্তর কাউকে লজ্জায় জিজ্ঞাসা করতে পারি না। বেশ কিছুদিন ধরে আপনার সাইটি পড়ছি। আপনাকে সহি মনে হয়েছে তাই প্রশ্ন গুলো আপনাকেই করলাম। হুজুর আমি যখন নেকেট দেখতাম তখন দুই রকমের নেকেট হতো। এক ধরনের নেকেটে ক্রিয়া কারীরা নিজেদের ইচ্ছায় ভিডিও করতো মানুষকে দেখানোর জন্য আর এক ধরনে নেকেট হতো অনিচ্ছায়। অর্থাৎ ক্রিয়াকারীদের মধ্যে একজন লুকিয়ে ভিডিও করতো, যেমন ছেলে আগে থেকে ভিডিও ক্যামেরা লুকিয়ে রাখতো অথবা অন্যে কেউ লুকিয়ে রাখতো যা ক্রিয়া কারীরা কেউ জানতো না অথবা কোন মহিলার নেকেট গোছলের ভিডিও লুকিয়ে করতো অথবা ধর্ষণের ভিডিও করতো ইত্যাদি ইত্যাদি। আমার প্রথম প্রশ্ন: এই ভিডিও দেখার দ্বারা কি যারা স্বেচ্ছায় তাদের গোপন ছতর দেখিয়েছে তাদের হক নষ্ট হয়েছে? প্রশ্ন দুই: যারা তাদের ছতর দেখাতে চায়নি কিন্তু গোপনে বা অনিচ্ছা সত্বে ভিডিও করা হয়েছে, তাদের ভিডিও দেখার দ্বারা কি তাদের হক নষ্ট হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় হক নষ্ট হয়েছে আবার মাঝে মাঝে মনে হয় তারাতো জানেনা তাই হক নষ্ট হবার কথা না। প্রশ্ন তিন: যদি হক নষ্ট হয়ে থাকে তবে তা আদায়ে পদ্ধতি কি? তারা সবাই তো বাংলাদেশী না। তাদের খুজে পাওয়া তো অসম্ভব। কারণ কে কোন দেশের তা জানা সম্ভব না আর জানলেও যাওয়া বা যোগাযোগ করা সম্ভব না। হুজুর দোয়া করবেন আল্লাহ তা’য়ালা যেন আমাকে ক্ষমা করেন এবং যদি হক নষ্ট হয়ে থাকে তবে তাদের হক আদায়ের তাওফিক দান করেন এবং সারা জীবন এই ধরণের গুনাহ যেন আর আমার দ্বারা না হয় তার তাওফিক দান করেন। আমীন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.