سؤال : আকাশ কি পৃথিবীর এতো ‘কাছে’ যে,খালি চোখেই এর গায়ে ‘ফাটল’ নেই বলে নিশ্চিত হওয়া যায়?আকাশ কি ‘গম্বুজের ‘মত “অর্ধবৃত্তাকার”? আল্লাহ বলেন:”তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোন ছিদ্রও নেই”[সূরা ক্কাফ ৬] নিচের হাদিসটি কি সহীহ? “যে পবিত্রসত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন”(২:২২)”হযরত ইবনে আব্বাস(রাঃ), হযরত ইবনে মাসউদ(রাঃ) ও কয়েকজন সাহাবী থেকে বর্নিত আছে যে, তারা وَالسَّمَاء بِنَاء এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, যমীনের উপর আকাশের ছাদ হচ্ছে গম্বুজের আকৃতি সাদৃশ্য। আর তা হচ্ছে যমীনের ছাদ বিশেষ। কাতাদা (রহঃ) থেকে বর্নিত আছে যে তিনি আল্লাহর বানী وَالسَّمَاء بِنَاء এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ আকাশকে তোমার জন্য ছাদ করেছেন।”……………….[তাফসীর ইবনে জারীর তাবারী ২:২২ দ্রষ্টব্য]আল্লাহ বলেনঃতারা যদি আকাশের কোন খন্ডকে পতিত হতে দেখে, তবে বলে এটা তো পুঞ্জীভুত মেঘ।(সূরা আত ত্বূর ৪৪) পৃথিবীতে আকাশের খন্ড পৌছানোর মানে কি?এছাড়াও বলা হয়েছে, যখন আকাশ ছিদ্রযুক্ত হবে(সূরা মুরসালাতঃ৯)

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.