سؤال : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:-১/হযরত অযু পুকুরে করতে গেলে প্রায় মানুষ আগে পা ভিজিয়ে করতে থাকে কিন্তু পা ভিজানো না শেষে এটা উচিত হচ্ছে?অযু আদায় এ?২/হযরত অনেক এর ২০/৩০/৪০/৫০/৬০/৭০ বছর বয়স এরা সহিহ ভাবে অযু জানেনা,ফরজ গোসল কানুন ও জানেনা মানেনা,জানার চেষ্টা ও করেনা?এরা যেই নামাজ ইবাদত করে এগুলো কি কবুল পর্যায় পড়ে?এদের এই নিয়ে ফিকির ও নেই?এদের মন এমন এগুলো এক ভাবে করলে হয়?দ্বীনি তালিম এ ও এরা যায় না।৩/হযরত জুম্মা পর আমাদের এই দিকে প্রায় মসজিদে প্রায় নামাজ শেষে তাদের কথায় মিস্টি দিয়ে মিলাদ পড়ায় এটা কি ঠিক?মৃত ব্যক্তি,বিপদ পড়লে,কোনো খুশিতে,কোনো মাকসাদ এর উদ্দেশ্য নিয়তে?অনেকে দোয়া ও বলে?এগুলো কি জায়েজ আছে?কিন্তু যেই পদ্ধতি দুরুদ পড়ে মিলাদ পড়ায় মনগড়া এগুলো কি বলে ঠিক কি?আমি আজ অনেক দিন ই এমন দোয়া করাই না,বসি ও না!আমার নামে মন্দ বলে,বলে এটা সামাজিক ইবাদত শরীক হইনা কেনো?জুম্মার পড় মিলাদ পড়া জায়েজ নাকি?৪/হযরত নামাজে যে দুরুদে ইব্রাহীম যে পড়ি দুই টা তো এখানে দুরুদ দুইটা মিলে একটা না দুইটা ই দুরদ?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.