سؤال : আসসালামু আলাইকুম। গত 09/10/2018 তারিখে আমার তালাক বিষয়ক 2নং প্রশ্নের তানকীহের উত্তর : আমি খেয়াল করে দেখলাম স্ত্রীর কাযকলাপে আমি অনেকবারই মনে মনে স্ত্রীকে তালাক দেয়ার কথা চিন্তা করেছি ও সিদ্ধান্ত নিয়েছি যখন চিন্তা করেছি বা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তখন স্ত্রীকে কিছুই বলিনি, মনের কথা মনেই ছিল কিন্তু যখন রাগের মাথায় বলেছি তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে আমার প্রয়োজন নাই, তোমার সাথে আমার কোন সম্পক নাই, এ কথাগুলো বলার সময় মনে এমন কোন নিয়ত ছিলনা যে, এখনই তালাক দিয়ে দিব, প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম। প্রশ্ন-2: স্ত্রীর সাথে যখন মিল হয়ে গেল সে আমাকে বলল আপনি আমাকে একদিন বলেছেন আমি তোমাকে ছেড়ে দিব তখন আমি তাকে বললাম- কখন বলেছি আমি তোমাকে ছেড়ে দিব? আর যদি বলেই থাকি রাগের মাথায় বলেছি তালাকের নিয়ত করে বলিনি।এ কথায় কি কোন সমস্যা হয়েছে?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.