سؤال : আসসালামু আলাইকুম ১। হযরত বর্তমানে তো বেশীরভাগ মানুষ খারাপের দিকে যাচ্ছে। উদাহরন দিতে যদি বলা হয় এখনকার বেশীরভাগ মানুষ খারাপ হয়ে যাচ্ছে তাহলে কি গীবত করা হবে? ২। আখিরাতের ১ দিন = দুনিয়ার কত বছর?

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
১। না।
২। সূরা সিজদার ৫ নং আয়াতে এক হাজার বছরের সমান বলা হয়েছে। আবার সূরা মাআরিজের ৪ নং আয়াতে ৫০ হাজার বছরের সমান বলা হয়েছে। আর এই সময়ের তারতম্যের সঠিক জ্ঞান আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। যদিও কেউ কেউ বলেছেন মানুষের আমলের তারতম্যের কারনে কিয়ামত দিবসের সময়ে তারতম্য হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন।- সূরা সিজদা, আয়াত ৫; সূরা মাআরিজ, আয়াত ৪; মাআরিফুল কুরআন, পৃষ্ঠা ১০৬৩ (সংক্ষিপ্ত বাংলা)

Loading