سؤال : আসসালামু আলাইকুম, আমি একজন মুফতী সাহেবের সাথে চিল্লার সফরে ছিলাম। ১। এক মসজিদে নামায পড়ার পর দেখলেন যে, ইমামের দাড়ি ছিল না। তাই তিনি মসজিদের মুসল্লীরা বের হয়ে যাওয়ার পর আমাদের নিয়ে আবার নামায পড়লেন। ২। আরেক মসজিদে ইমাম সাহেব মেহরাবের ভিতরে চলে গিয়েছিলেন। তাই তিনি মসজিদের মুসল্লীরা বের হয়ে যাওয়ার পর আমাদের নিয়ে আবার নামায পড়লেন। আবার আরেক চিল্লার সফরে আরেকজন মুফতী সাহেবের সাথে ছিলাম। সেখানেও উপরোক্ত ঘটনা ঘটলো কিন্তু তিনি আবার নামায পড়লেন না। আমি কিছুই বুঝলাম না, আসলে কোনটা সঠিক?

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
ইমাম সাহেবদের কিরাআত সহীহ থাকলে উভয় অবস্থাতেই নামায পুনরায় পড়ার প্রয়োজন ছিল না। দ্বিতীয় জনই সঠিক করেছেন যদি ইমাম সাহেবদের কিরাআত সঠিক থেকে থাকে।

Loading