سؤال : http://muftihusain.com/ask-me-details/?poId=2315আস্সালামু আলাইকুম,আমি অনেক আগে হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা শুনেছিলাম। ঘটনাটি কম-বেশি এরকম- যে, সেই যুগে কিছু আল্লাহওয়ালা লোক ছিলেন যারা দোয়া করলেই সাথে সাথে দোয়া কবুল হতো। তো জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তাদের কথা জানতে পারলেন যে, তার পূর্বের বাদশারাও তাদের বদদোয়ার কারনে ধ্বংস হয়েছিল। তাই হাজ্জাজ বিন ইউসুফ সেই আল্লাহওয়ালা লোকদের বদদোয়ার কথা ভেবে তাদেরকে দাওয়াত দিলেন এবং তারা মুসলমান বাদশাহ ভেবে সরল মনে “মুসলমানের প্রতি সু-ধারনা পোষন” করে দাওয়াত কবুল করেন। তারপর জালেম বাদশাহ চালাকি করে তাদেরকে হারাম খাবার ভক্ষন করায় ফলে তাদের দোয়া-বদদোয়া আর কুবুল হয় না। এখন আমরাও যদি কে দওয়াত দিচ্ছে বা না দিচ্ছে কিছুই তাহকীক না করে পাইকারী দরে অন্যের দাওয়াত কবুল করে হারাম খানা খাই তাহলে তো আর হারাম-হালাল বাছা হলো না। মুসলমানদের প্রতি সু ধারনা রাখতে হবে কিন্তু তাই বলে তো আর হারাম খাবার খাওয়া যাবে না !

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.