سؤال : মুহতারাম, আমি তালাকের বিষয়ে একটি মাসআালা জানতে চাচ্ছি।আমার এক ভাই তার স্ত্রী-সন্তান নিয়ে প্রবাসে বসবাস করে, কিছুদিন পূর্বে তিনি তার স্ত্রীকে রাগের মাথায় বলে; “আমি যদি তোমার এই ট্যাব (মোবাইল) ধরি তবে তুমি ৩ তালাক”, তার কিছুদিন পর সে বাসায় ফিরে দেখে তার স্ত্রী ঐ ট্যাবের সাহায্যে কোন কাজ করছে, তখন তালাকের বিষয় স্বরণে না থাকায় ভূলে সে দু’আঙ্গুল লাগিয়ে ট্যাব ধরার চেষ্টা করে,কিন্তু তার স্ত্রীর তালাকের বিষয় মাথায় থাকায় তাকে ট্যাব ধরতে না দিয়ে সাথে সাথেই তা সরিয়ে ফেলে।এখানে দুটি বিষয় উল্লেখ যোগ্য;১/ ট্যাব(মোবাইল)টি স্পর্শ করার সময় তালাকের বিষয়টি তার স্বরণে ছিল না, ভূলে গিয়েছিলো,যা সম্পুর্ণ ভূলের কারণে।২/ সে তালাকের শর্ত দেয়ার ক্ষেত্রে বলেছিলো; “আমি যদি ধরি” যা দ্বারা উদ্দেশ্য ছিলো ট্যাব হাতে নেয়া, কিন্তু এখানে সে নিজ হাতে নিতে পারেনি,অন্ন্যের হাতে থাকা অবস্থায় আঙ্গুল লাগিয়েছিলো মাত্র।এখন তারা খুব পেরেশানিতে ভূগছে।অনূগ্রহ পূর্বক যথা সম্ভব দ্রুত সময়ে এর বিধান জানিয়ে সাহায্য করবেন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.