سؤال : আসসালামু আলাইকুম।আমার আম্মু একবার এক মাজারে মান্নত করেছিল যদি আমি হাফেজ হই তাহলে আমি ওই মাজারে পীর সাহেবের কবরের পাশে বসে এক খতম কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রহমতে আমি ১৫ বছর আগেই হাফেজ হয়েছি। কিন্তু এখনো সেই মান্নত পুরা করিনি। আমার প্রশ্ন হচ্ছে,১. আমার আম্মার এই মান্নতটি কি সহীহ হয়েছে? মান্নতটি কি পুরা করা আমার উপর ওয়াজিব? ২. আমি চিন্তা করেছি ওই মাজারে গিয়ে তিনবার সুরা ইখলাস পড়ে কবর জিয়ারত করে চলে আসব । এভাবে মান্নত পুরা হবে?যেহেতু তিনবার সুরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সাওয়াব পাওয়া যায়।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.