سؤال : আসসালামু আলাইকুম, আমি কুরবানীর মৌলিক কিছু বিষয়বস্তু জানতে ইচ্ছুক।১) কুরবানী কেন দিব? আসল উদ্দেশ্যটি কি শুধুই পশু কুরবানী করা? যদি তাই হয় তাহলে আমরা কুরবানী উপযুক্ত পশু কিনার সময় পশুর গোশত কতখানি হবে, বিক্রেতার বলা দাম অনুযায়ী পশুর সাইজ ঠিক আছে কিনা এগুলা যাচাই বাছাই করে পশু কিনি এগুলা কি ঠিক? ৫০০০০ / ১ লাখ টাকা দিয়ে তো আমরা ছোট পশু(গরু) কিনি না। কারন ঐ পরিমান গোশত পশুর নাই। তাহলে তো আমার আসল নিয়ত হচ্ছে গোশত খাওয়া, কুরবানীটা উসিলা। ছাগল কুরবানী না দিয়ে গরু ভাগায় কুরবানী দেই কারন ছাগল/খাসীর গোশত বেশি খাইতে পারিনা/ভালো লাগেনা। কিন্তু ১ ভাগের টাকা দিয়ে একটা খাসী কিনা যায়। আমার প্রশ্ন এভাবে কি কুরবানী সহিহ হবে? আমার জানামতে এটা ৯০%+ কুরবানীদাতার অবস্থা। এ ব্যাপারে একটু বিশদ আলোচনা করবেন প্লিজ।২) আল্লাহ তা’আলা কি আমাদের নবীজী সল্লাল্লহু আলাইহিস সাল্লাম-কে হযরত ইব্রাহীম আলাইহিস সালাম এর সুন্নাত পালন করতে নির্দেশ দিয়েছেন?৩) গরু/ছাগল ইত্যাদি হালাল পশু দিয়ে কুরবানী করা যায়। তাহলে কুরবানী করে গোশত ওজন করি কেন? বর্তমান বাজার অনুযায়ী ঠকেছি না জিতেছি সেটা দেখার জন্য নাকি এটার পাশাপাশি বন্টনটা যেন সঠিক হয় এটাও একটা কারন? বন্টন পদ্ধতি কিরূপ সবচেয়ে উত্তম? মুস্তাহাব পদ্ধতি কি কি আছে?৪) কুরবানী ওয়াজিব হবার জন্য কিছু শর্ত আছে। কেউ যদি শর্ত জেনে বা না জেনে প্রত্যেক বছরে ভাগায় কুরবানী দেয় যেহেতু ১ ভাগায় খুব বেশি টাকা আসেনা, ৬-৮ হাজার টাকাতেই ১ ভাগা পাওয়া যায়। তার কি কুরবানীর ওয়াজিব আদায় হবে? হতে পারে সে ঋণগ্রস্ত কিন্তু হাতে টাকা আছে। ঋণ পরে শোধ করতে পারবে বা করলেও চলবে (ব্যাক্তির কাছে/ ব্যাঙ্কে লোন আছে, অল্প বা বেশি।)৫) স্বামী-স্ত্রী উভয়েই বিদেশে কাজ করে। স্ত্রী যেখানে কাজ করে তার ভাষ্যমতে সিগারেট ছাড়া অন্য কোনো হারাম প্রোডাক্ট বিক্রয় করা হয় না, আমার মনে নাই বিয়ার বিক্রি করে কিনা, ভুলে গেছি। তার দেয়া টাকা দিয়ে কি দেশে ভাগায় কুরবানী দেয়া যাবে? যদি না যায় আর তারপরেও যদি তারটা সহ ভাগায় কুরবানী দেয়া হয় তাহলে কি সকলের কুরবানী বাতিল হবে? তার নিজের নামে বা অন্য কারো নামে কুরবানী দিলে কি তা আদায় হবে? ব্যাঙ্কার যদি শামিল থাকে ভাগায় তবে কি সকলের কুরবানী বাতিল হবে?৬) ৭ ভাগের কুরবানীতে যদি একজন মৃত ব্যক্তির নামে একাধিক ভাগ রাখা হয় যেমন- ৩ ভাই আর মা মিলে ৪ ভাগ আর মৃত বাবার নামে ৩ ভাগ। এভাবে কুরবানী করা যাবে কিনা? গোশত বন্টন করবে কিভাবে? মৃত বাবার ভাগের গোশত খাওয়া যাবে কিনা?৭) অন্য প্রসঙ্গ, কোনো নবী কি চিরহায়াত পেয়েছেন? হজরত ইদ্রীস আলাইহিস সালাম কি জান্নাতে জীবিত আছেন, উনি কি মৃত্যুবরণ করেন নাই? হযরত খিজির কি নবী ছিলেন? জিন জাতির কাছে প্রেরিত কোনো নবী কি গোমরাহ হয়ে গেছিলেন? জিন জাতির কাছে আদৌ কোনো নবী কি প্রেরণ করা হয়েছিলো? কোনো নবী কি গোমরাহ হইতে পারেন? নবীগণ কি নিষ্পাপ নন? নবীগণ গুনাহ করেছেন আর আল্লাহ তা’আলা উনাদের তাওবার কারনে কৃত গুনাহ মাফ করে দিয়েছেন -এমন কথা বলা কি ঠিক হবে? নবীগণ স্ব-স্ব কবরে কি জীবিত আছেন?৮) জিলকদ মাসের ফজিলত কি? এ মাসে বিশেষ কি কি আমল আছে? বিশেষ কোনো নফল নামাজ বা রোজা আছে নাকি? বারো চান্দের ফজিলত নামক কিতাবের ফজিলতগুলির গ্রহনযোগ্যতা কতটুকু? অনেক প্রশ্ন একবারে করলাম, মাফ করবেন। আপনি চাইলে আলাদা আলাদা উত্তর দিতে পারেন। জাযাকাল্লাহু খাইরন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.