سؤال : আসসালামু আলাইকুম, ভাই আমার স্ত্রীকে ছয়মাস আগে একটা তালাক দিয়েছিলাম,তালাক টা ছিলো অজানার মত, যেমন আমি জানতাম না, যে ওভাবে বল্লে তালাক হয়ে যাবে,কিছু দীন পরে আমার স্ত্রী আমাকে বলছে তুমি তো দুই তালাক দিয়েছো, কিন্তু আমার মনে আছে একবারের কথা, পরে ও বলছে মনে হয় আগে একবারি দেয়া ছিলো, এবং আমি তাকে ছেড়ে দিচ্ছি এ নিয়ত করে বলি নাই,, তার পরে ও তখন পিরিওড অবস্থায় ছিলো কি না তাও খেয়াল নেই,,, আমি গতকাল রাতেও একটু রেগে যেয়ে একবার তালাকের কথা বলে ফেলেছি,এবং পরে আমরা তওবা করে একে অপরকে বিবাহের মতই গ্রহন করেছি ও সহবাস করেছি,তবে আমার জানা ছিলোনা যে ওভাবে বল্লে তালাক হয়ে যায়। এখন মূুল বিষয় হচ্ছে আমাদের কারো মনে নাই যে আমি তিন তালাক দিয়েছি নাকি দুই তালাক, আমাদের মনে হচ্ছে দুই তালাক, আবার ছয়মাস আগে যখন হেয়ালি করেই বলেছিলাম তালাক, তখন ও পবিত্র ছিলো কি না তাও আমাদের মনে নাই। এখন সমাধান কি দয়া করে দ্রুত জানাবেন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.