سؤال : اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎আমি জানতে চাই মুহতারাম মুফতি সাহেব, উলামায়ে কেরামগন মসজিদ মাদ্রাসায় দ্বীনের খেদমত করার কারণে তদের প্রত্যেকদিনের প্রায় পুরোটা সময় মাদ্রাসায় তালিম দেওয়াতে ব্যস্ত থাকতে হয়, এক্ষেত্রে উনারা কোন ব্যবসা বা অন্য কোন ইনকাম সোর্স বের করার সুযোগ থাকেনা সেক্ষেত্রে উনাদের ফ্যামিলি মেন্টেইন করতে উনাদের টাকার অবশ্যই প্রয়োজন হয়। এখন তারা কি দ্বীন শিক্ষা দিয়ে চুক্তি করে বা চুক্তি না করে ও সেলারী হিসেবে টাকা নেওয়া জায়েজ হবে? দলীল সহ রেফারেন্স দিলে আমি খুব উপক্রিত হতাম। যদি ও এখন সেলেরী চুক্তি করেই নেওয়া হয়ে থাকে।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.