سؤال : আসসালামু আলাইকুম।১. এক ব্যক্তি দীর্ঘদিন নামাজ ছেড়ে দিয়েছে। হুট করেই একদিন তার মনে হল নামাজ ছাড়া ঠিক হচ্ছে না। সে নিয়ত করল আর কখনো নামাজ ছাড়বে না। এবং পরদিন থেকে নামাজ ধরে ফেলল। প্রশ্ন হচ্ছে, এভাবে নামাজ ধরে ফেললেই কি চলবে? নাকি আনুষ্ঠানিক তওবা করে তারপর নামাজ ধরতে হবে?২. আমাদের সমাজে অধিকাংশ মানুষ সাপ্তাহিক মুসল্লি। শুধু জুমার নামাজ পড়ে। সারা সাপ্তাহ নামাজ ছেড়ে দিয়ে তওবা ছাড়া শুধু জুমার নামাজ পড়লে তাদের এই নামাজ কী সহীহ্ হবে? ৩. আমি অনেককে দেখি, যারা সালাত আদায়ে ধারাবাহিক না। যেমন, সামান্য একটু ব্যস্ততার কারণে যোহর নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল। তারপর যোহরের সালাত কাযা না করে আসর পড়ে ফেলল। মাগরিবও পড়ল। আবার এশা পড়ল না। পরদিন ফজর পড়ল। মাঝাখানে যে সালাত গুলি সে ছেড়ে দিচ্ছে তা আর কাযা আদায় করছে না। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে সালাত আদায় করলে ওই ব্যক্তি যেই যেই ওয়াক্ত আদায় করতেছে তা কি সহীহ্ হচ্ছে? ৪. ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত ছেড়ে দিয়েছি। এখন যোহরের আগে ফজরের কাযা পড়ে যোহর পড়লেই চলবে, নাকি যোহরের আগে তওবা করা জরুরী?উল্লেখ্য, ফজরের সলাত ছেড়ে দেয়ার পর মনে মনে অনুতপ্তও হয়েছি।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.