سؤال : আসসালামু আলাইকুম;হযরত আমার প্রশ্ন গুলো হলো;১/আমি চাকরীর সুবাদে ঢাকা সাভার থাকি!যেখানে বাসা নেওয়া;এর কাছে মসজিদ আছে তথাপি আমি যদি আশপাশে, নতুন নতুন মসজিদে নামাজ পড়ি যখন সুযোগ পাই,বের হয়ে, এই নিয়ত যে হায়াতে আর এই নতুন যায়গা মসজিদে পড়া হয় কিনা,এগুলো সাক্ষী হিসেবে থাকবে;আর এতে আমার প্রশান্তি লাগে;!এতে কি কোনো সমস্যা আছে ফযিলতের দিক থেকে?সুযোগ পাই এভাবে বের হই শুক্রবার বন্ধের দিন ই প্রায়;২/ জুম্মার নামাজ যদি কাছে মসজিদে না পড়ে ঢাকা বড় বড় মসজিদে গিয়ে পড়ি বা কোনো বড় বুজুর্গ আলেম পিছনে নামাজ পড়বো বলে যাই এতে কি কোনো ফযিলত ঘাটতি হবে?৩/ বসে নামাজ পড়লে রুকু দিলে কতদূর নিচু হওয়া ঠিক?বারাকাল্লাহু ফি হায়াতিকা;

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.