سؤال : সালাম ভাই, বিদেশে মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা অছে, তাব্লিগের কিছু বড় ভাই অমাকে বলেন ইসলামে নাকি মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পরা নিরুত্শাহিত করা হযেছে. হযরত অলি (রাদি:) নাকি মোহিলাদের মস্জিদে নামাজ অদায় করর্তে নিরুত্শাহিত করেছেন, বিষয়টা বিস্তারিত বলবেন কি? অমি অমার মেয়ে ও স্ত্রিকে নিযে সুযোগ পেলে মস্জিদে নামাজ অদায় করর্তে যাই. মুসাল্লা বেশিরভাগ সময়ে বন্ধ পাই সে বিসযে তাব্লিগের অমিরকে ওবহিত কর্লে উনি অমাকে বলেন ইসলামে মেযেদের মসজিদে অসতে নিরুত্শাহিত করা হযেছে তাই তাবলীগের ভয়েরা স্ত্রীদের নামাজের জন্য নিয়ে আসেন না এবং এ বিষয়ে অনুরোধ করা ঠিক না.তবে কেও যদি আসতে চায় আসতে পারে, দুটোই ঠিক আসে. বিষয়টা কত টুকু সত্য, বুজিয়ে বলবেন কি ডিটেলস এ .

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.