سؤال : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো: ১/ফজর এর সময় এখন শেষ ওয়াক্ত দেওয়া ৬:৩৬; নামাযে সালাম ফিরিয়ে দেখে যদি ৬:৩৬ তাহলে নামায ওয়াক্তমত হয়েছে কি? নাকি এটা পরে আবার পড়তে হবে? ২/হযরত বাসা ৭ তলা তে। মসজিদে জামাআতে নামায পড়ার চেষ্টা করা হয়। বাসা থেকে একটু দূর আছে মসজিদ। ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় যদি ৬:২০ বেজে যায় তবে মসজিদে গিয়ে নামায পড়তে গেলে ওয়াক্ত মিস হবে। এখন কি এই অবস্থায় বাসায় নামায আদায় করে নেওয়া যাবে? ৩/নামাযের জামাত টাইম মিস হলে মসজিদে গিয়ে পড়া ঝুঁকি হলে বা বন্ধ থাকলে বাসায় পড়া যাবে কি? বাসায় কেবলা নির্ধারণ করতে অপারগ হলে করণীয় কি হযরত?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.