سؤال : আস্‌সালামু আলাইকুম,১) বাবা(১ছেলে-৩মেয়ে) বেচে থাকতে কি তার ১মাত্র ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়ে যেতে পারবেন? মেয়েদের কিছুই দেবেন না।কারন তার জামাইদের বাপের বাড়ি ও সম্পদ আছে। তাতে(কম-বেশি বা বঞ্ছিত) করে কি বাবা গুনাহগার হবেন? বাবা কি বেচে থাকতে তার সম্পদ এভাবে লিখে(দান বা রেযিস্ত্রি) দিতে পারেন? গুনাহ হবে কিনা?২)উক্ত বাবার ৪তালা বাড়ী (বিন্যাসঃ ১-২ তালা নিয়ে ডুপ্লেক্স, ৩তালা ও ৪ তালা আলাদা আলাদা ফ্লাট) আছে, ৯লাখ টাকা ক্যাশ আছে। তাদের মধ্যে মিরাস বন্টন কিরুপে হবে।অর্থাত্ ছেলে কতটুকু পাবে আর মেয়েরা কতটুকু পাবে। উল্লেখ্য, বাবার ইচ্ছে পুরা ৪ তালা বাড়ি ছেলেকে দেয়া আর ক্যাশ মেয়েদের দেয়া বা অন্য কোথাও পারলে কিনে দেয়া। মেয়েদের ইচ্ছে কোন কিছু বাবা দিতে চাইলে যেন বাপের বাড়ির একটা রুম অন্তত দেন, অন্যথায় কিছুই তারা চান না।বাবা বেচে থাকতে সন্তানেরা কি এভাবে চাইতে বা দাবি করতে পারেন? না পারলে, ইহা কিরকম গুনাহ?৩) আরেক বাবা(শুধুমাত্র ২মেয়ে তার),একই এলাকায় তার ফ্লাট ২টি। ১টি ২৪০০sqft, আরেকটি ১৪০০sqft, আর ১০লাখ টাকা ক্যাশ আছে। উনি মারা গেলে কি রকম মিরাস বন্টন হবে? বড় মেয়ে কি বড় ফ্লাট পাবে? নাকি ২টি ফ্লাট বিক্রি করে দিয়ে টাকা ভাগ করে নিবে? ফ্লাট বিক্রি না করে কোন সমাধান আছে কিনা? যদি এই বাবা ২ মেয়েকে তার সমস্ত সম্পদ ভবিষ্যতে পাবে হিসাবে দান রেজিস্ট্রি করে যান, তাহলে বাবা গুনাহগার হবেন কিনা? অথবা মারা যাবার ২মেয়ে ও তার মা নিজেরাই ভাগ করে নেন, তাহলে উনারা গুনাহগার হবেন কিনা?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.