سؤال : আসসালামু আলাইকুম।আমি একটি মেয়েকে তার পিতা মাতাকে না জানিয়ে গোপনে বিয়ে করি। বিয়েতে মেয়েটির পূর্ণ সমর্থন ছিল। মেয়ের বাবার দুই শতাংশের একটি বাড়ি এবং দুই শতাংশ জায়গা আছে। কিন্তু আমার বাবার কোন জায়গা নেই। আমরা ভাড়া থাকি। এই একটি দিক বাদ দিলে সব দিক থেকে মেয়েদের পরিবার থেকে আমাদের পরিবার অনেক এগিয়ে। এক্ষেত্রে “কুফু” কি সঠিক আছে ?মেয়ের পরিবার প্রথমে আমাকে পছন্দ না করলেও বর্তমানে তারা আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি।উল্লেখ্য, গোপনে বিয়ের ব্যাপারটা এখনো কেউ জানেনা।এই বিয়েটি কি সহীহ হয়েছে ?প্রশ্ন-২. মেয়েটির সাথে একদিন আমার ঝগড়া লাগে। তখন ও আমার কাছে তালাক্ব চায়। আমি তালাক্ব দিতে অস্বীকার করি। ও খুব জোরাজুরি করে। তখন আমি ওকে বলি, “আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম।ও বলে, “কি, আবার বল, ছেড়ে দিলাম বললে হবে না। তালাক্ব বলতে হবে।”তখন আমি আবার বলি, আচ্ছা যাও, তালাক্ব দিলাম।আমি তখন কোন তালাক্বের সংখ্যা উল্লেখ করি নাই এবং পরবর্তীতে আর তালাক্ব বলি নাই।এক সাপ্তাহ পরে আবার আমরা নিজেরাই মিলে যাই।এই তালাক্বের ব্যাপারে হুকুম কি?বিঃদ্রঃ আমার প্রশ্ন বোধহয় সংগত কারণেই অনেক বড় হয়ে গেছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দুইটা বিষয় নিয়ে আমি একটু মানসিক সমস্যায় আছি। দয়া করে উত্তর দিয়ে বাধিত করলে খুবই উপকৃত হই।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.