سؤال : আসসালামু আলাইকুম,হযরত, আমার সাথে এক খ্রিস্টান কাফেরের ব্যবসায়ীক সম্পর্ক, সে আরেকজনের কাছ থেকে আমার একাউন্টে টাকা পাঠিয়ে তাকে আবার সে টাকা তার দেশে ফেরত দিতে বলে। অর্থাৎ আমার কাছে টাকা পাঠায় আমাদের দেশের একজন কিন্তু আমাকে আবার টাকা পাঠাতে হয় বিদেশে একজন এর কাছে। আমার মনে হচ্ছে সে আমাকে দিয়ে অর্থপাচার করাতে চাচ্ছে তাই আমি টাকাটা তাকে ফেরত পাঠাতে চাচ্ছি না। যদি পাঠাই তাহলে সে আবার এরকম করবে। এখন এই টাকাটা যেহেতু একজন কাফিরের সেহেতু এই টাকা দিয়ে আমি কোনো দানও করতে পারবো না। আমি এখন এই টাকাটা খেয়ে ফেললে আমার কি কোনো গুণাহ হবে? হাশরের ময়দানে পাওনাদার তো দেনাদারকে আটকে দিয়ে সওয়াব নিয়ে যাবে, কিন্তু এই ব্যক্তি তো কাফের। সে কি আমাকে আটকাতে পারবে? আর সে যদিও আটকায় তাহলে আমার সওয়াব নিয়ে সে কি করবে? আমাকে সঠিক কোনো উপায় বলে দিন। আমি টাকাটা ফেরত পাঠাতে পারবো না।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.