سؤال : আসসালামু আলাইকুম। মুহতারাম হযরত, আপনার সমীপে এই অধমের দুটো অবস্থার জন্য পরামর্শ কামনা করছি।আল্লাহ আপনাকে নেক হায়াত এবং উত্তম বিনিময় দান করুক।১. আমি উচ্চশিক্ষিত যুবক। সরকারী চাকুরী করছি। আল্লাহর শোকর যে, ২০০৫ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে তাবলীগের মেহনত এবং মুফতি মানসূরুল হক হুজুরের কাছে আসা-যাওয়া শুরু হয়। যার দরুণ আমার অধিকাংশ বন্ধুই ছিলো মাদ্রাসা ছাত্র কিংবা উস্তাদ। ২০১৪ সালে মাস্টার্স সম্পন্ন হওয়ার পর চাকুরি এবং পরিবার সামলাতে ঢাকা ছাড়তে হয়েছে। হুজুরের সোহবত থেকে মাহরুম হলাম। তবে উক্ত সময়ের মধ্যে (প্রায় ৮ বছর) হুজুরের সোহবতে ইলমী অনেক ফায়দা হয়েছে। এবং একটি কওমী মাদ্রাসায় বছর দুয়েক ইংরেজী ক্লাস নিতাম। ওই সময় সহকর্মী উলামায়ে কেরাম থেকে শুরু দিকের কিতাবাদীর দরস নিয়েছিলাম। কিন্তু আফসোস, শত আফসোস! বিভিন্ন জটিলতার কারণে আর এগুতে পারিনি। অন্যদিকে ক্বারী আনিস সাহেবের কাছে হুফফাজের প্রশিক্ষণ গ্রহণ করেছি। কুরআনের মোট ১ হাজারের অধিক আয়াত মুখস্থ করেছি। কিন্তু আফসোস! শত আফসোস! আলেম হওয়ার যেই স্বপ্ন দেখেছিলাম তা নিজের অযোগ্যতা, কমজোরি, আর্থিক অনটনের কারণে হলো না। ছাত্রজীবনে অভিভাবকদের রাজি করাতে পারিনি। আর্থিক অবস্থা এই ছিলো যে, নিজের কামাই করে নিজের পড়াশোনা সম্পন্ন করেছি। নিজের চরিত্র হেফাজতের জন্য পড়াশোনার শেষদিকে বিয়ে-শাদী করে সংসারের বেড়াজালে জড়িয়ে গিয়েছিলাম। এদিকে সন্তানের বয়স প্রায় ৩ বছর। এখন বুকটা শুধুই হাহাকার করে উঠে। মনে হলেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নিজেকে কোনভাবেই মানাতে পারি না। জীবনের মূল্যবান সময়টা চলেই যাচ্ছে। প্রায়ই এই প্রশ্ন আমাকে তাড়া করে,আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি তো তোকে সমঝ দিয়েছিলাম, ইলমের জন্য কি কোরবানী পেশ করেছিস?আমার কোন উত্তর নাই। আপনার কাছে একান্ত পরামর্শ কাম্য। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। [উল্লেখ্য, একটু দূরে হলেও এলাকায় নাহুমীর পযন্ত একটি মাদরাসা আছে। মাদ্রাসার সাথে সুসম্পর্ক আছে।].২. ওই সময়টাতে ইলম শেখার নিয়তে হুজুরের কাছ থেকে যতগুলো মাসআলা শুনেছি, সবগুলো ঠোটস্থ হয়ে আছে। এখনও দারসে মানসূর থেকে শোনা হয়। তাছাড়া প্রায় লক্ষাধিক টাকার কিতাবাদী সংগ্রহ করেছি। নিরন্তন পড়াশোনা করে যাচ্ছি। অবস্থা এমন হয়েছে যে, আমার মসজিদের ইমাম সাহেব কোন মাসআলায় সন্দেহ তৈরি হলে আমাকে জিজ্ঞেস করেন। কিন্তু মুফতি সাহেব থেকে শোনা মাসআলা ব্যাতিত কিতাবাদী থেকে শেখা মাসআলা আমি স্বভাবতই বলি না। তাবলীগের খাতিরে বিভিন্ন মসজিদে দৌড়াদৌড়ি করতে হয়। প্রায়ই ইমাম সাহেবগণ নামায পড়ানোর জন্য ধাক্কাধাক্কি করেন। আমি বড় বিব্রত হই। বিনয়ের সাথে উনাদের প্রস্তাব ফিরিয়ে দিই। পরিচিত অনেকেই ছোট-ছোট, আবার অনেকে জটিল মাসআলা জিজ্ঞেস করে। জটিলগুলো জানা সত্ত্বেও উত্তর দিই না। উলামায়ে কেরামের কাছে যেতে বলি। কিন্তু জানি এই দ্বীনের বুঝহীন লোকগুলো ওলামায়ে কেরামের কাছে যাবে না। বড় পেরেশানী চলে আসে; ওই মূহূর্তে। তাই বন্ধুদের মাঝে যারা মুফতি তাদের ফোন করে, জায়গায় বসেই বিষয়টা সমাধান করে দিই। কিন্তু সবসময় তা সম্ভব হয় না। এক্ষেত্রে আমার করণীয় কি?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.