سؤال : আস্সালামু আলাইকুম, এক ছেলে একটি দোকানে কাজ করে, দোকানের কাজের সময় দোকানের বস নিজের পার্সোনাল কাজের জন্য তাকে মটর সাইকেলের পিছনে বসিয়ে কোন এক জায়গায় নিয়ে যায়। অতপর একসিডেন্ট হয়। একসিডেন্টে বসের সামান্য ব্যাথা পেলেও কর্মচারীর হাতের ঘাড়ের রক ছিড়ে যায়। তার অপারেশনের জন্য ৫-৭ লক্ষ টাকা লাগবে। মালিক পক্ষ দায়ভার নিতে রাজি নয়, সে বলে যে একসিডেন্ট তো আমারও হয়েছে, আরও বলে একসিডেন্ট তো ভাগ্যে ছিলো তাই হয়েছে তার দায়ভার আমি নিবো না। আর কর্মচারীর এত টাকা নাই বিধায় অপারেশন ছাড়াই এক হাত নিয়ে বাসায় বসে দিন কাটাচ্ছে। ইসলামের ফায়সালা কি? এখন দায়ভার কি মালিক পক্ষের নাকি কারোই নয় ?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.