سؤال : আসসালা-মু আ’লাইকুম।(১) শরীআ’তে দ্বিতীয় বিয়ে করার হুকুম কী রয়েছে? মেহেরবানি করে একটু বিস্তারিত জানালে ভালো হয়। তবে এ ক্ষেত্রে আমার বর্তমান স্ত্রীর সাথে সংসার করতে কোন অসুবিধা নাই এবং বর্তমান স্ত্রী, সন্তানদের যাবতীয় ভরন-পোষণ জারি থাকবে সুনিশ্চিত ইনশা-আল্ল-হ্। শরীআ’ত এবং মুসলিম বিবাহ আইন অনুযায়ী সমাধান আশা করছি।(২) আমাদের সমাজে দ্বিতীয় বিয়ে (ছেলে করুক বা, মেয়ে করুক) বিশেষভাবে ছেলে দ্বিতীয় বিয়ে করাকে কেমন যেন নির্লজ্জতা, অসম্মান, হেয়, অপরাধের দৃষ্টিতে দেখা হয়। কারণ কী?(৩) কোন কুমারী মেয়ে যদি তাঁর ব্যক্তিগত জীবনে কোন দুর্ঘটনার (শরীআ’ত অনুযায়ী কোন পাপ কাজের জন্য নহে) জন্য অবশিষ্ট জীবনে বিয়ে না করে কাটাতে চায়, নিজের জীবনের সমস্ত সুখকে বিসর্জন দিতে চায় আর এমন মেয়েকে যদি সুন্দরভাবে বাঁচার ইচ্ছা জাগানো হয় এবং যদি তাঁকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে এখানে ‘নির্লজ্জতা’র কী প্রকাশ পেল?

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.