سؤال : আসসালামু আলাইকুম হযরত স্ত্রীর সাথে রাগ করে অনেক সময় হোটেলে যাওয়ার ইচ্ছা হয়। এর ভয়াবহতা ও ক্ষতি সংক্রান্ত কিছু হাদীস জানতে আগ্রহী। জাযাকাল্লাহু ফিদ দারাইন। আমি যেন সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি এই জন্য উত্তর দাতা, পাঠক থেকে শুরু করে সকলের কাছে দুআ প্রার্থী। আল্লাহ তাআলা যেন তার অশেষ মেহেরবানীতে আমাকে সর্বদা হেফাজত করেন। আমীন।

جواب :

ওয়া আলাইকুমুস সালাম
যিনা অত্যন্ত নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা বলেন-
“আর যিনার কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীলতা এবং কতই না নিকৃষ্ট কাজ”।– সূরা ইসরা, আয়াত ৩২
নিম্নে যিনার ভয়াবহতা সংক্রান্ত কয়েকটি হাদীস উল্লেখ করা হল-
১। ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারীদেরকে মৃত্যুর পর তন্দুরের ন্যায় একটি গর্তের মধ্যে আযাব দেওয়া হবে। যার মুখ সরু কিন্তু অভ্যন্তরভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত। তার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর তারা সেই আগুনে দগ্ধীভূত হতে থাকবে। আগুনের তেজ এত বেশী হবে যে, কেমন যেন আগুনের ঢেউ খেলতে থাকবে। ঢেউয়ের সাথে যখন আগুন উপরের দিকে উঠতে থাকে তখন তার মধ্যে অবস্থিত লোকগুলো উথলে এসে গর্তের মুখের দিকে পৌঁছে গর্ত থেকে বের হয়ে যাবার উপক্রম হয়ে যায়। আবার আগুন নীচের দিকে নেমে গেলে তারাও আগুনের সাথে নীচের দিকে নেমে যায়। আর এই আযাব কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ১৩৮৬

২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির প্রতি নজর দেন। অতঃপর যারা আল্লাহ তাআলার কাছে মাফ চান তাদের সকলকে মাফ করে দেন, তবে ব্যভিচারীদের আল্লাহ তাআলা মাফ করেন না।–আলকামেল লিইবনি আদী ৪/৩৫৬ (শামেলা)

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মতের আমলসমূহ আমার নিকট প্রতি সপ্তাহে উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলার ক্রোধ ব্যভিচারীদের উপর কঠিনতর হয়।–হিলয়াতুল আউলিয়া ৪/২৯৩

Loading