سؤال : ১।আপনার স্ত্রীকে তার পিতার বাড়ি থেকে আপনাদের বাড়িতে তুলে দেওয়া হয়েছে কিনা? অর্থাৎ তিনি কি মূলত বাপের বাড়িতেই থাকেন এবং আপনাদের বাড়িতে মাঝেমধ্যে বেড়াতে আসেন নাকি এর উল্টো?২।বরিশালে আপনাদের জায়গা এবং থাকার স্থান আছে কিনা? আপনাদের সেখানে ফিরে গিয়ে স্থায়ীভাবে বসবাসের নিয়ত আছে কিনা?উওরঃ ১। স্ত্রী মূলত বাপের বাড়ি থাকেন না। বিয়ের পর পরই আমি জবের জন্য চিটাগাং চলে না আসলে ঢাকাতেই থাকা হতো ওর কিন্তু জবের কারনে আমার সাথেই থেকেছে টিটাগাং এ কিছু মাস। এখন আবার পড়াশোনার জন্য বগুড়া থাকে। মেইনলি আমার ঢাকায় শিফট না হওয়া পর্যন্ত ঢাকায় ওর বেশীদিন থাকা পরবে না। শুধু বন্ধের দিনগুলোতে যাওয়া হয় যেটা নরমালি ১৫ দিন লম্বা হয় না।২। দাদা-নানা বাড়ি আছে। মামা-চাচা আছে। বেড়াতে যাওয়া হয়। স্থায়ী বসবাসের জন্য যাবার কোন প্লান নেই। তবে অনেক রিলেটিভ মারা গেলে দেখা যায় ওইখানে দাফন করা হয়।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.