سؤال : আসসালামু আলাইকুম। জনাব আমি আপনাকে স্ত্রী ছয় মাস বাপের বাড়ি না যাওয়ার নিষেধ করে তালাকের শর্ত দেয়ার প্রশ্ন করেছিলাম। এখন আমার জানার বিষয় আমি গত ০৫ ডিসেম্বর ২০১৮ তারিখে সকলের সামনে আমার স্ত্রীকে বলেছিলাম “আজকের থিকা ছয় মাসের মধ্যে (অথবা বলেছি আগে) যদি তুমি তোমার বাপের বাড়িতে যাও তবে দ্বিতীয় তালাক হবে”। এখন আমার স্ত্রী তাহলে কত তারিখ থেকে বাপের বাড়িতে যেতে পারবে? অনুগ্রহ করে একটু উত্তর দিবেন। কারণ আমার স্ত্রীর এখনো তার বাপের বাড়িতে যায়নি তাই যদি আমাদের হিসাবের ভুলে কারণে দুই একদিন আগে যায় তবে তার এই না যাওয়ার কষ্টটাই বৃথা হবে।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.