سؤال : আসসালামু আলাইকুম। হযরত আমার প্রশ্নঃ১। আমাদের বাড়ীর পাশে একটি মহিলা মাদ্রাসা আছে আমি সেখানে আমার স্ত্রীকে ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষা দিতে পারবো কি? ২। আমার স্ত্রীর বাবার বাড়ী থেকে মাদ্রাসা মাত্র ১ মিনিটের রাস্তা এবং আমাদের বাড়ী থেকে ৮-১০ মিনিটের রাস্তা তাই এইটুকু পথ সে একা আসা যাওয়া করে পড়লে কোন ক্ষতি হবে কি?৩। আমাকে অনেকে বলেন স্ত্রীকে মাদ্রাসায় পড়ালে সে অনেক চালু হয়ে যাবে। আমার বিভিন্ন দ্বীনি কাজে ভুল ধরবে। সে জানবে শশুর শাশুড়ীর খেদমত তার জন্য জরুরী নয় এই ধরণে আরো অনেক বিষয় আছে যা মহিলারা জানেনা ফলে পুরুষদের জন্য সুবিধা হয়। এখন মাদ্রাসায় এলেম শিখলে এগুলো জানলে পরে অসুবিধা হয়। তাই কি করবো বুঝতে পারছি না। আমার এ বিষয়ে মোটেই কোন অভিজ্ঞতা নেই। তবে অনেক সময় মেয়েরা পূর্ণ পর্দা করে যখন মাদ্রাসায় যায় দেখে খুব ভালো লাগে। কিন্তু ভিতরে তারা কেমন তা আমার জানা নেই। কারণ আমাদের বংশে এমন পূর্ণ পর্দাশীলা মহিলা নেই। যেহেতু আপনার পরিবার আশা করি পূর্ণ পর্দাশীল এবং আপনা অন্যান্য পরিবার সম্পর্কেও ধারণা আছে তাই মেহেরবানী করে মহব্বতের সাথে নিজের আপন জন মনে করে উত্তর দিলে খুব খুশী হবো।আল্লাহ তায়ালা আপনার কষ্টের উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে উভয় জাহানে সর্বোত্তম ভাবে দান করুন। আমীন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.