প্রশ্ন : ১। সহবাস করার সময় শরীর ঘেমে যাওয়ার কারণে যদি গায়ের জামা ভিজে যায় তাহলে কি ঐ জামা নাপাক হয়ে যাবে? ২। যদি কেউ ঈদের নামায এক রাকাআত পায় তাহলে বাকি রাকাআত আদায় করা যাবে কি? যদি আদায় করার বিধান থেকে থাকে, তাহলে আদায় করার পদ্ধতি কি? ৩। জানাযার নামায এক রাকাআত পেলে, বাকি নামায আদায়ের পদ্ধতি কি ? ৪। যদি কেউ জানাযার নামাযের তাকবীর বলার সময় প্রতি তাকবীরে হাত উঠিয়ে তাকবীর বলে তাহলে নামায সহীহ হবে কি?

উত্তর :

১। না, নাপাক হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; আল বাহরুর রায়েক ১/২২১

২। হ্যাঁ, বাকি এক রাকাআত আদায় করতে হবে। আদায়ের পদ্ধতি হল ইমামের সালাম ফিরানোর পর দাড়িয়ে কিরাআত পড়ে রুকুর পূর্বে অতিরিক্ত তাকবীরগুলো বলবে। অতঃপর রুকুর তাকবীর বলে রুকু করে যথানিয়মে নামায শেষ করবে।–খুলাসাতুল ফাতাওয়া ১/২১৫; আদ্দুররুল মুখতার ১/৬১৬

৩। আপনি সম্ভবত তাকবীরের পরিবর্তে ভুলে রাকাআত লিখেছেন। কেউ যদি একটি তাকবীর ইমামের সাথে না পায় তবে ইমাম সালাম ফিরানোর সময় কেবল উক্ত ছুটে যাওয়া তাকবীর বলে সালাম ফিরাবে। কোন দুআ পড়বে না।–রদ্দুল মুহতার ২/২১৭

৪। নামায তো হয়ে যাবে তবে খেলাফে সুন্নাত।

Loading