প্রশ্ন : আসসালামু আলাইকুম ১. যে কোন ওয়াক্তের নামায কি আযান না শুনেই সম্পূর্ণ আদায় করে শেষ করা যায়? পুরুষ মহিলা আলাদা জানতে চাই। ২. যোহরের চার রাকাআত সুন্নাত আদায় করার পর আযান হলো। আযান ও সুন্নাতের পর, যোহরের ফরজ নামাযের জামাআত শুরুর আগে নফল, ওয়াজিব বা ক্বাযা পড়া যাবে কিনা? ৩.মহিলারা ঘরে আজান দেবার আগেই পুরা নামায(সুন্নত-ফরজ-নফল) শেষ করে নিতে পারবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+৩। হ্যাঁ, কোন নামাযের ওয়াক্ত হলে তা পড়া যাবে চাই আযান হোক বা না হোক। এক্ষেত্রে পুরুষ বা মহিলা সবার একই হুকুম। তবে পুরুষদের জন্য বিনা কারনে জামাআত তরক করা গোনাহের কাজ।- আদ্দুররুল মুখতার ১/৩৫৭-৩৫৯; বাদায়েউস সানায়ে ১/৫৫৮
২। যাবে।– সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩১৯৪; তাবয়ীনুল হাকায়েক ১/২২৮

Loading