প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আশা করি আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন। হযরত আগামী শুক্রবার ২৭.০৪.১৮ ইং তারিখে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের দাদার সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে। আমার দাদা দাদী মৃত আর আমার আব্বা ও চাচা দুই ভাই এবং আমার তিন ফুফু জীবিত আছেন। আমার দাদার মোট সম্পত্তি হচ্ছে ২৫ শতাংশ। আর কিছু নেই। এখন এই সম্পত্তি কে কতটুকু পাবে অনুগ্রহ করে জানাবেন। আর একটু দ্রুত উত্তর দিলে উপকৃত হব। যেহেতু শুক্রবার জমি ভাগবাটয়ারা হবে। জাযাকাল্লাহু খাইরন ফিদ দারাইন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তানকীহ (প্রশ্ন স্পষ্টকরন) : আপনার দাদী, দাদার পূর্বে মৃত্যুবরণ করেছেন নাকি পরে? যদি পরে করে থাকেন তবে তার মৃত্যুর সময় কোন কোন ওয়ারিশ জীবিত ছিল? এগুলো জানার পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

তানকীহের উত্তরঃ আমার দাদী পরে ইন্তেকাল করেছেন। আর ঐ সময় আমার আব্বা, চাচা এবং তিন ফুফু ছাড়া অন্য কোন ওয়ারিশ জীবিত ছিল না।

মূল উত্তরঃ আপনার পিতা ও চাচা প্রত্যেকে পাবেন ৭.১৪ শতাংশ করে। আর ফুফুরা পাবেন ৩.৫৭ শতাংশ করে।–সূরা নিসা, আয়াত ১১; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮

Loading