প্রশ্ন : ১। সহীহ হাদীসের আলোকে সকাল-সন্ধ্যার যিকিরসমূহ হাদীসের রেফারেন্স সহ জানালে উপকৃত হব। ২। এ সমস্ত যিকির কি ওযু ছাড়া করা যায়?

উত্তর :

নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1366
এর পাশাপাশি সকাল-সন্ধ্যায় কিছু পরিমানে কুরআনে কারীমের তিলাওয়াত, ইস্তেগফার ও অন্যান্য মাসনূন আযকার সমূহের উপর আমল করতে পারেন। তিন তাসবীহের আমলও করতে পারেন। তিন তাসবীহ হল, ১০০ বার কালিমায়ে সুওম (অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার), ১০০ বার ইস্তিগফার ও ১০০ বার কোন সহীহ দরূদ শরীফ পড়া।- সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৭১; সুনানে নাসাঈ আলকুবরা, হাদীস নং ১০৬৫৭, ১০২৭৫; তাবারানী, আল মুজামুল আওসাত, হাদীস নং ৩৭৩৭; আল ইস্তিযকার ১/২৩; মিরকাতুল মাফাতীহ ৮/২৬৩ (শামেলা); আউনুল মাবূদ ১৩/২৮৩ (শামেলা)
২। হ্যাঁ, ওযু ছাড়া উপরোক্ত যিকির সমূহ করা যায়। তবে কুরআন স্পর্শ করে তিলাওয়াত করতে চাইলে ওযু করে নিতে হবে।

Loading