প্রশ্ন : বর্তমানে সকলের কাছেই স্মার্টফোন আছে। এই মোবাইল ভাল কাজের চেয়ে খারাপ কাজেই বেশি ব্যবহার হয়ে থাকে। মোবাইলে নায়িকাদের ছবি থাকে অথবা গার্লফ্রেন্ডের ছবি থাকে। ভিডিও গান থাকে। শিরভাগ সময়েই দেখা যায় অনেকে নামাযের সময় মোবাইল সামনে রেখে বা পকেটে রেখে নামায পড়ে। এখন প্রশ্ন হল, এই ধরণের খারাপ জিনিস ভর্তি মোবাইল পকেটে বা সামনে রেখে নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে?

উত্তর :

না, নামাযের ক্ষতি হবে না। তবে মোবাইল সামনে রাখা অবস্থায় স্ক্রিনে ছবি ভাসতে থাকলে নামায মাকরূহ হবে।

Loading