প্রশ্ন : ১. সেজদার মধ্যে দুই পা মিলিয়ে রাখবে নাকি ফাঁকা রাখবে? ২. কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিতরের সালাত ছেড়ে দেয় তাহলে ফজরের আগে কি বিতরের কাজা আদায় করে নিবে নাকি ফজর পড়লেই চলবে? পরে বিতরের কাজ করে নিবে। ৩. বিতরের সালাতের শেষ সময় কখন?

উত্তর :

১। দাঁড়ানো অবস্থায় যতটুকু ফাক ছিল ততটুকু ফাক রাখবে।–ইলাউস সুনান ৩/৩০; আস সিআয়া ২/১৮১
২। হ্যাঁ, আগে বিতিরের ক্বাযা আদায় করে নিবে।–আদ্দুররুল মুখতার ২/৭২, ৭৩
৩। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।–আদ্দুররুল মুখতার ১/৩৬১

Loading