প্রশ্ন : আম্মার সাথে কথা বলার সময় আমি একটি স্বপ্নের কথা বলেছি যা মিথ্যা.. এর জন্য তওবা কিভাবে করতে পারি?

উত্তর :

আল্লাহ তাআলার নিকট খাঁটিভাবে তাওবা করে নিবেন। আর তাওবার পদ্ধতি হল, প্রথমে ভবিষ্যতে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার পাক্কা ইরাদা করবেন। অতঃপর উক্ত গোনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবেন।–উমদাতুল কারী ৩৬/৩২২ (শামেলা)

Loading